বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এসএসসি ’৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
“বাঁধন এখনো প্রাণে প্রাণে’—এ স্লোগানকে সামনে নিয়ে শহরের মাউন্টেইন স্প্রিং রিসোর্টে এ মিলন মেলার আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ এপ্রিল) সারা দিন নানা আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচের সহপাঠীরা মাউন্টেইন স্প্রিং রিসোর্টে ’৯৬ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলিত হয়।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল পরিচয় পর্ব, আড্ডা, আগামীর পরিকল্পনা ও মধ্যাহ্নভোজ। এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘৯৬’ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। সব শেষে ছিল র্যাফেল ড্র।
দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধু-বান্ধবীরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই সেই স্কুলবন্ধু। এভাবে শহরের পাহাড়ের মাঝে গড়ে উঠা রিসোর্টটিতে মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
এ সময় বান্দরবান জেলা ‘৯৬’ ব্যাচের আয়োজক কমিটির মহিনউদ্দিন, রুমেল চাকমা, হেলালউদ্দিন, আবুল মনজুর, মিন্টু, সুমন, ’৯৬ ব্যাচের গ্রুপ ক্রিয়েটর প্রমোদ বড়ুয়াসহ অর্ধ শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।