হ্লাসিং থোয়াই মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার ( ২৬ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতে তোলার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক ফাতেমা তুজ জোহরা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন দপ্তর থেকে ঘোষ, দুর্নীতি ও নানা অপকর্ম চালিয়েছিল আওয়ামী লীগের এই নেতা। শুধু তাই নয় বৈষম্যের বিরোধী ছাত্রদের উপর নানাভাবে হামলা ও ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল এই নেতা।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গত মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকার পুলিশের বিশেষ অভিযানে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বহুল আলোচিত ফ্যাসিষ্ট সরকারের দোসর বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে। গ্রেফতারের পর ঐদিন দুপুরে দূর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে নেয়া হয়। আজ সকালে বান্দরবানে আদালতে প্রেরন করা পর তাকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, বিভিন্ন নাশকতার মামলায় ঢাকায় থেকে বান্দরবান আ.লীগে সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশকে গ্রেফতার করা হয়েছে। সকালে ঢাকা থেকে বান্দরবানে আনার পর আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা