উথোয়াইচিং মারমা; বান্দরবান:
বান্দরবান বাস স্টেশনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বায়তুশ শরফ জামে মসজিদের (২য় তলা) উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মসজিদ উদ্বোধন করেন।
এসময় বান্দরবান সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভা মেয়র সামসুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহম্মেদ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: সেলিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।