নিজস্ব প্রতিবেদক:
ময়লার ভাগাড়ে পরিণত হওয়া বান্দরবানের মিছকি ছড়া বা খালের পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শুরু করেছে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) সকালে এই কার্যক্রম শুরু হয়। অভিযানের আগে জেলার পৌর শহরের ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত আলোচনা ও শপথ বাক্য পাঠ শেষে পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযানের কাজ শুরু করা হয়। এতে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বান্দরবান প্রশাসন, পৌরসভা সহ বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা।
বান্দরবান জর্জ কোর্ট সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আক্তার হোসেন।
এরপর শহরের জজ কোর্ট সংলগ্ন ইসলামপুর এলাকা থেকে শুরু করে ল্যাংঙ্গে পাড়া পর্যন্ত আনুমানিক ১৫০০ মিটার নালাতে জমে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ও কাদামাটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশে ১৪ জেলা থেকে পাচঁশত বিডি ক্লিন সদস্যরা অংশ নেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, এই শহরে ভিতরে যে ম্যাকসি খালটি ময়লা আর্বজনায় ভরপুর আছে। জেলা প্রশাসকের আহ্বানে স্বত: প্রণোদিত হয়ে খালটি পরিষ্কার জন্য বিডিক্লিন সদস্যরা এসেছেন। এই শহরের খালটি পরিছন্নতার মাধ্যমে পানি প্রবাহ বাড়বে এবং সাধারণ মানুষের উপকৃত হবে। এভাবে শহরে যুবক, ছাত্র ও জনগণসহ সবাই পরিছন্নতা অংশগ্রহণের নামলে মানুষের অসুবিধা গুলো দূর হবে বলে আমি মনে করি।
অভিযানে অংশ নেয়া ঢাকা বাসিন্দা বিডি ক্লিন-এর সদস্য সজীব বলেন, আমাদেরকে জেলা প্রশাসক আমন্ত্রণে ম্যাকসি খাল পরিস্কার করতে এসেছি। । আজকের আমরা পুরোটা খাল পরিষ্কার করে যাবো। এর আগে বিভিন্ন কাজ করেছি। আমরা চেষ্টা করি সুন্দর পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ে তোলা। আমাদের এই উদ্যোগ দেখে সাধারণ জনগণও আসুক সেটা আমরা চাই।
চট্টগ্রাম মহানগর থেকে বিডি ক্লিন-এর নারী সদস্য সদস্য নাফিসা তাবাসসুম বলেন, প্রত্যেকটা নাগরিকদের উচিত তাদের নিজের আশপাশে শহর এবং রাষ্ট্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
বান্দরবান জেলা বিডি ক্লিন -এর সমন্বয়ক মোঃ আবু বক্কর ছিদ্দিক বলেন, বান্দরবানের সবচাইতে ম্যাকসি খাল হচ্ছে পুরাতন খাল ও পানি উৎপত্তি স্থল। আমার জানা মতে, প্রায় ৩০বছর ধরে কোন ধরনের পরিষ্কার না করার ফলে অতিরিক্ত পলি জমিয়ে রাস্তা থেকে ৪-৫ ফিট হয়ে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই প্রায় দীর্ঘ ১৫০০ মিটার নালাতে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা বিডিক্লিন উদ্যোগ নিয়েছি।
এসময় বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌর মেয়র শামসুল উদ্দিন, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।