নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
বিকল্প কর্মসংস্থানের লক্ষে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি পালন করেছে লংগদু উপজেলা মৎস্য অধিদপ্তর। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার লংগদু উপজেলা পরিষদের সামনে উপজেলার নিবন্ধিত দরিদ্র ২৫ জন জেলেকে জনপ্রতি ৪টি করে মোট ১০০টি দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন লংগদু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা মৎস্য অফিসার তানবীর আহসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরভ সেন, উপজেলা প্রকৌশলী শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।