সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার “আস্থা”- প্রকল্প কর্তৃক সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ক ইয়ুথ গ্রুপদের নিয়ে রিপ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০:০০ টায় বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট রাঙ্গামাটি এর বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন, সিভিক প্লাটফর্ম- এর জেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা, প্রকল্পের জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমা, মনিটরিং অফিসার রত্নজ্যোতি চাকমা, ফিল্ড অফিসার রবিন চন্দ্র চাকমা এবং ইয়ুথ গ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা (আকাশ) সহ অন্যান্য সদস্যরা।
মন্তব্য করুন