বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল ২০২৫ ইং) সকাল ১০:০০ টায় বিদ্যালয়ের আয়োজনে হলরুমে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া, প্রভাষক ইয়াসমিন সুলতানা (মনি), শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, কেংড়াছড়ি বাজার ফান্ডের সভাপতি প্রহর কান্তি চাকমা।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, শিক্ষক জসীম উদ্দীন তালুকদার, অভিভাবক অংশে প্রু মার্মা (বেলাল), মো. ওমর ফারুক, পরীক্ষার্থী লিটন চাকমা, মো.শামীম এবং সঞ্চালনায় পংকজ দেওয়ান ও মিমি পাংখোয়া।
জানা গেছে, মোট পরীক্ষার্থী ৩১৯ জন। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২১৫ জন,ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে ৮৩ জন এবং হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে ২১ জন। এতে সব বিষয়ে ২৩৩ জন, ১-৪ বিষয়ে ৮৬ জন। এরমধ্যে মানবিক ২২২, বিজ্ঞান ৩২ ব্যবসা ৬৫ জন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা