Dhaka , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিলাইছড়িতে ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিদর্শনে সুইজারল্যান্ডের কোরিন আলেকজান্দ্রা থেবোজ

print news

 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটির বিলাইছড়িতে আশিকার “আস্থা” প্রকল্পের উপজেলায় পর্যায়ে ইয়ুথগ্রুপে’র সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিদর্শন করলেন ডেপুটি হেড এম্বেসি কো- অপারেশন সুইজারল্যান্ড – বাংলাদেশ দুতাবাসের কোরিন আলেকজান্দ্রা থেবোজ।ধূপ্যাচরে ক্যাম্পেইন ও কেরনছড়িতে নারী দলের সঙ্গে উঠান বেঠকে অংশগ্রহণ করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা জানেন।

473827656 589412813720868 5008735106658175248 n

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর বাস্তবায়নে, বিলাইছড়ি ইয়ুথগ্রুপে’র আয়োজনে – ধূপ্যাচর গ্রামে ক্যাম্পেইন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে – এ গ্রুপে উপস্থিত ছিলেন রুপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এসইউএস নির্বাহী পরিচালক শোপাউন কুমার পল, ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরন, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রুপান্তর এর মনিটরিং এন্ড নলেজ ম্যানেজম্যান কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (রাসেল) এবং ম্যাজিস্ট্রেট রুবাইয়া। বি গ্রুপে উপস্থিত ছিলেন গভর্ন্যান্স এন্ড হিউম্যান রাইটস্ এর প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক সানজিদা লিপি, টিইউএস নির্বাহী পরিচালক রিপন চাকমা, গ্রাউস সংস্থা’র উন্নয়ন উপদেষ্টা অংচানো মার্মা, আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী।

473756754 501525936307781 2248741639201956072 n

শুরুতেই সাংবাদিক হিমেল চাকমা চীনে নারী পাচার নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সকলকে সচেতন ও পাচার রোধে একযুগে কাজ করার আহবান জানান। সভা সঞ্চালনা করেন ইয়ুথগ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা।

 

এসময় উঠান বৈঠকে বক্তারা বলেন, সরকার লক্ষ্যমাত্রা অর্জন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজ করে যাচ্ছে। তাই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প।

473630480 1188691829256143 3967369127253291066 n 1

উল্লেখ্য, বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে ৩ মাস পরপর উপজেলা পর্যায়ে যুবদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, সুইস এম্বেসি বাংলাদেশ – এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় বাস্তবায় করছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিলাইছড়িতে ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিদর্শনে সুইজারল্যান্ডের কোরিন আলেকজান্দ্রা থেবোজ

প্রকাশিত: ৮ ঘন্টা আগে
print news

 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটির বিলাইছড়িতে আশিকার “আস্থা” প্রকল্পের উপজেলায় পর্যায়ে ইয়ুথগ্রুপে’র সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিদর্শন করলেন ডেপুটি হেড এম্বেসি কো- অপারেশন সুইজারল্যান্ড – বাংলাদেশ দুতাবাসের কোরিন আলেকজান্দ্রা থেবোজ।ধূপ্যাচরে ক্যাম্পেইন ও কেরনছড়িতে নারী দলের সঙ্গে উঠান বেঠকে অংশগ্রহণ করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা জানেন।

473827656 589412813720868 5008735106658175248 n

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর বাস্তবায়নে, বিলাইছড়ি ইয়ুথগ্রুপে’র আয়োজনে – ধূপ্যাচর গ্রামে ক্যাম্পেইন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে – এ গ্রুপে উপস্থিত ছিলেন রুপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এসইউএস নির্বাহী পরিচালক শোপাউন কুমার পল, ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরন, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রুপান্তর এর মনিটরিং এন্ড নলেজ ম্যানেজম্যান কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান (রাসেল) এবং ম্যাজিস্ট্রেট রুবাইয়া। বি গ্রুপে উপস্থিত ছিলেন গভর্ন্যান্স এন্ড হিউম্যান রাইটস্ এর প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ডেমোক্রেসিওয়াচ নির্বাহী পরিচালক সানজিদা লিপি, টিইউএস নির্বাহী পরিচালক রিপন চাকমা, গ্রাউস সংস্থা’র উন্নয়ন উপদেষ্টা অংচানো মার্মা, আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী।

473756754 501525936307781 2248741639201956072 n

শুরুতেই সাংবাদিক হিমেল চাকমা চীনে নারী পাচার নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং সকলকে সচেতন ও পাচার রোধে একযুগে কাজ করার আহবান জানান। সভা সঞ্চালনা করেন ইয়ুথগ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা।

 

এসময় উঠান বৈঠকে বক্তারা বলেন, সরকার লক্ষ্যমাত্রা অর্জন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজ করে যাচ্ছে। তাই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প।

473630480 1188691829256143 3967369127253291066 n 1

উল্লেখ্য, বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে ৩ মাস পরপর উপজেলা পর্যায়ে যুবদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, সুইস এম্বেসি বাংলাদেশ – এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় বাস্তবায় করছে।