বিলাইছড়ি প্রতিনিধিঃ
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০:০০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথ আয়োজনের উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং র্যালির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২৪ শুভ সূচনা হয়। পরে কনফারেন্স রুমে এক আলোচনা ও সন্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
সভায় সমবায় উপজেলা কর্মকর্তা পার্থ কান্তি বিশ্বাস -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা এসআই নিউটন চৌধুরী, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
এছাড়াও বিভিন্ন সমিতির মধ্যে থেকে বক্তব্য রাখেন চাথোয়াই মার্মা, চন্দ্র লাল দেওয়ান (স্বর্ণলাল), অজিত দাশ, অতীশ দীপংকর চাকমা এবং নিরোদা বালা চাকমা।আর সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভা:) সুজন বড়ুয়া।
বক্তারা বলেন, উপজেলায় ১৯ টি সমিতি থাকলেও প্রায় সব সমিটি বিভিন্ন সমস্যার কারণে সচল নয়। এখানে বেশিরভাগ লোক ঋণগ্রস্থ। স্বভাবের কারণে দরিদ্র সীমার নীচে। তাদের রয়েছে স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব। রয়েছে অনিয়মের অভিযোগও। রয়েছে মনিটরিং ব্যবস্থা দুর্বলও। যা সঞ্চয়ী মনোভাব নয়।
তারা আরও বলেন, সমবায় সমিতির মাধ্যমে কোটিপতি হওয়া সম্ভব। এগুলো সচল বা পরিচালনা করতে প্রয়োজন একতা, সৎ ও শিক্ষিত, অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে সমিতি/কমিটি পরিচালনা করা। তাদের সবার প্রয়োজন দক্ষ প্রশিক্ষণ। উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করে মনিটরিং জোরদার করা। সর্বশেষ সমবায় অফিসকে আরো দায়িত্বশীল ভুমিকা পালন করা।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা