Dhaka , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিলাইছড়িতে ত্রৈ-মাসিক ইয়ুথ সভা

print news

 

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে “আস্থা” প্রকল্পের উপজেলায় পর্যায়ে ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০ :০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট – এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় সভায় উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সুজন কুমার তঞ্চঙ্গ্যা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা, আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট রাজর্ষী চাকমা এবং ইয়ুথ গ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা (আকাশ) এবং ইয়ুথ গ্রুপের সদস্যরা।

472014774 464993473326910 8275589974533513169 n

সভায় বক্তারা বলেন, লক্ষ্যমাত্রা অর্জন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজ করে যাচ্ছে। তাই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাচ্ছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প।

 

উল্লেখ্য, বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে ৩ মাস পরপর উপজেলা পর্যায়ে যুবদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, সুইস এম্বেসি বাংলাদেশ – এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট – এর রাঙ্গামাটি জেলার ১০ টি উপজেলা বাস্তবায় করা হয়।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

লংগদু জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বিলাইছড়িতে ত্রৈ-মাসিক ইয়ুথ সভা

প্রকাশিত: ১১ ঘন্টা আগে
print news

 

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে “আস্থা” প্রকল্পের উপজেলায় পর্যায়ে ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০ :০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট – এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় সভায় উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সুজন কুমার তঞ্চঙ্গ্যা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা, আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট রাজর্ষী চাকমা এবং ইয়ুথ গ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা (আকাশ) এবং ইয়ুথ গ্রুপের সদস্যরা।

472014774 464993473326910 8275589974533513169 n

সভায় বক্তারা বলেন, লক্ষ্যমাত্রা অর্জন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজ করে যাচ্ছে। তাই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাচ্ছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প।

 

উল্লেখ্য, বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে ৩ মাস পরপর উপজেলা পর্যায়ে যুবদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, সুইস এম্বেসি বাংলাদেশ – এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট – এর রাঙ্গামাটি জেলার ১০ টি উপজেলা বাস্তবায় করা হয়।