Dhaka , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিলাইছড়িতে দুই বসতবাড়ি পুড়ে ছাই

print news

 

 

বিলাইছড়ি প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটি জেলায় বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ ই মার্চ) সকাল ১০:০০ টায় এ তথ্য জানিয়েছেন ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার চুয়ানলেই পাংখোয়া।

 

তিনি আরো জানান, মঙ্গলবার ১২ই মার্চ দিবাগত-রাত ৩:০০ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মাটির তৈরি রান্নার চুলা হতে এই সূত্র হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে একজন হলো নিয়ানখুপ পাংখোয়া, পীং- চংজামলৌ পাংখোয়া। আরেক জন লালফাক জোয়াল পাংখোয়া, পীং- চিয়ালখুপ পাংখোয়া।

received 701454242065066

তারা তাদের ঘরের জানমাল বাঁচাতে একজন অগ্নিদগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানায় দায়িত্বরত চিকিৎসক ডা: দেলোয়ার হোসেন এবং সিনিয়র নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা দু’জনে চিকিৎসা সেবা দিয়েছেন। এখন সুস্থ আছেন। শরীরের ১০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। মহিলাটির নাম লমতে পাংখোয়া।

পুড়ে যাওয়া ঘর ২টির মধ্যে ১টি আধাপাকা, ২টি ঘরে ২টি সোলার, নগদ অর্থ, চালের বস্তা, ধান, ঘরের আসবাবপত্র, খাট-চৌকি, চেয়ার-টেবিলসহ প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এতে তাদের মানবিক সাহায্যের প্রয়োজন।

received 1979281662490993

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

অবৈধ অনুপ্রবেশের দায়ে বান্দরবানে ৬৩ জন রোহিঙ্গা আটক।

বিলাইছড়িতে দুই বসতবাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
print news

 

 

বিলাইছড়ি প্রতিনিধিঃ

 

রাঙ্গামাটি জেলায় বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ ই মার্চ) সকাল ১০:০০ টায় এ তথ্য জানিয়েছেন ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার চুয়ানলেই পাংখোয়া।

 

তিনি আরো জানান, মঙ্গলবার ১২ই মার্চ দিবাগত-রাত ৩:০০ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিক জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মাটির তৈরি রান্নার চুলা হতে এই সূত্র হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে একজন হলো নিয়ানখুপ পাংখোয়া, পীং- চংজামলৌ পাংখোয়া। আরেক জন লালফাক জোয়াল পাংখোয়া, পীং- চিয়ালখুপ পাংখোয়া।

received 701454242065066

তারা তাদের ঘরের জানমাল বাঁচাতে একজন অগ্নিদগ্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানায় দায়িত্বরত চিকিৎসক ডা: দেলোয়ার হোসেন এবং সিনিয়র নার্স প্রবীর তঞ্চঙ্গ্যা দু’জনে চিকিৎসা সেবা দিয়েছেন। এখন সুস্থ আছেন। শরীরের ১০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছে। মহিলাটির নাম লমতে পাংখোয়া।

পুড়ে যাওয়া ঘর ২টির মধ্যে ১টি আধাপাকা, ২টি ঘরে ২টি সোলার, নগদ অর্থ, চালের বস্তা, ধান, ঘরের আসবাবপত্র, খাট-চৌকি, চেয়ার-টেবিলসহ প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এতে তাদের মানবিক সাহায্যের প্রয়োজন।

received 1979281662490993