সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্গম এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০:০০ টায় হিলফ্লাওয়ার এনজিও'র আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ৩নং ফারুয়া ইউনিয়নে চাইন্দা পাড়া বাসিন্দাদের নিয়ে এই সেবা প্রদান করেন উপজেলা মেডিকেল অফিসার ডা: রনি সরকার।
এসময় উপস্থিত ছিলেন হিল ফ্লাওয়ার এনজিও'র (PRLC)- প্রকল্প সমন্বয়ক জ্যোতি বিকাশ চাকমা, দৈনিক রাঙ্গামাটি পত্রিকার উপজেলা প্রতিনিধি অসীম চাকমা, চাইন্দা পাড়ার হেডম্যান কালন্দ তঞ্চঙ্গ্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল এসিস্ট্যান্ট, নার্স, ঔষধ প্রদানকারী এবং হিলফ্লাওয়ার এনজিও-র দায়িত্বরত কর্মচারী। এতে শতাধিক মা ও শিশু এবং বয়স্ক ব্যক্তিকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ পত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা