সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পালবার লিং সেন্টার শিশুসদন ও উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সোমবার সকাল এগারোটায় পরিদর্শন করেন। শিশু আশ্রমে থাকা ১০৫ জন অসহায়, অনাথ ও সুবিধা বঞ্চিত ছাত্রদের সাথে কৌশল বিনিময় করেন।
প্রশাসক উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে থাকা ভগবান মহামুতি গৌতম বুদ্ধের দন্ত ধাতু দর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানে অধ্যক্ষ, আশ্রমের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভদন্ত দেবতিষ্য থের।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র, থানা অফিনার ইনচার্জ মানস বড়ুয়া এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।