বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ :০০ ঘটিকায় উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পরে মিলনায়তনে সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আবু নাছির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আবদুল মান্নান, জেলা বিএনপি অর্থ সম্পাদক মো: জসিম উদ্দীন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: শাহি চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির।
সভা সঞ্চালনায় করেন বিএনপি’র সাধারণ সম্পাদক মো: জাফর আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র উপদেষ্টা অমর জীবন চাকমা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাসান সিকদার, চাথোয়াই রোয়াজা, মো: বারেক খাঁ, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সাধরণ সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, ফারুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসু তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।