সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
মো: জহির, বিদ্যূৎ মামলায় ১ জনকে আটক করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।
আসামী সিআর মামলা নং ৩২৩/২২, বিদ্যুৎ আইনের ৪০ ধারা মোতাবেক আসামি মোঃ জহিরুল ইসলাম, পিতা- মোঃ ইসমাইল, সাং- বহলতলী, থানা-বিলাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। ওয়ারেন্ট ইস্যু কারী আদালত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, (সহকারী জজ) বিদ্যুৎ আদালত, চট্টগ্রাম। বিদ্যুতের টাকা দীর্ঘদিন না দিয়ে পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এসআই পলাশ চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামি কে নোয়াখালী মাস্টার পাড়া এলাকা হইতে সুকৌশলে ০৬/০৫/২০২৫ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালত, রাঙ্গামাটি ০৭/০৫/২০২৫ সোপর্দ করা হয়।
মন্তব্য করুন