বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
জগতের সকল প্রাণী সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বিলাইছড়িতে “বুদ্ধ পূর্ণিমা” উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৩:৩০ মিনিটে ধূপ্যাচর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ভিক্ষু সংঘের আয়োজনে ভিক্ষু সংঘ ও প্রায় বৌদ্ধ বিহারের দায়ক- দায়কা নিয়ে এই প্রস্তুতি সভা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ দেবতিষ্য ভিক্ষু, ধূপ্যাচর বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ শাক্য প্রিয় ভিক্ষু এবং বাঙ্গালকাটা বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ তেজবর্ণ ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষু সংঘ।
এছাড়াও দায়ক- দায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন হেডম্যান সুনীক জ্যোতি তালুকদার, দয়ারঞ্জন মেম্বার, অংচাকই কার্বারী, চাথোয়াই মার্মা, উৎপল মার্মা, দীলিপ তঞ্চঙ্গ্যা, চন্দ্র দেবী তঞ্চঙ্গ্যা,সুমতি বালা চাকমা, বিভূতি চাকমা, আরতি চাকমা প্রমূখ।
সভায় আগামী ১০ মে সকাল ৮:৩০ মিনিটে বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপরিনির্বাণ উপলক্ষে বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার হতে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার দীঘল ছড়ি পর্যন্ত র্যালি বা শোভা যাত্রা এবং পরে বুদ্ধপূজা ও সংঘদান করা। এছাড়াও ১১ মে স্ব স্ব বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সকল বিহারে দায়ক-দায়িকদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার কামনা করা হয়।
মন্তব্য করুন