Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিলাইছড়িতে সংঘদান এবং হাজার প্রদীপ দানের মধ্যে দিয়ে চিদুরী’র সাপ্তাহিকক্রীয়া সম্পন্ন

print news

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি উপজেলাধীন কুতুব দিয়া গ্রামের বাসিন্দা ধাত্রী চিদুরী তঞ্চঙ্গ্যা’র সপ্তাহিক ক্রীয়ার অনুষ্ঠান সুসম্পন্ন করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১০:০০ টায় পরিবারবর্গের আয়োজনে এবং বিহার পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় কুতুবদিয়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অন্ত্যেষ্ঠিক্রীয়া অনুষ্ঠান উপলক্ষে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন আমতলা হরিনছড়া বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ অগ্রবংশ ভিক্ষু। এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ জ্যোতি ভিক্ষু, ধর্মবীর ভিক্ষু, চন্দ্রকীর্তি ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়তুন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকাবৃন্দ।

IMG 20240129 100133

দিন ব্যাপী মহতী পূর্ণ্যনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, পিন্ডদান সহ নানাবিধ দান করা হয়। ধাত্রীর জন্ম ১৫ই মার্চ ১৯৪২ ইং মৃত্যু ২১ জানুয়ারি ২০২৪ ইং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২০১৪ সালে মৃত্যুবরণ করা অনাদী কার্বারির সহধর্মিণী। তিনি একজন সফল ধাত্রী (ওঝাবুড়ী) ছিলেন। তার হাত ধরে প্রায় ১০০ সন্তানের মা সন্তান জন্ম দিয়েছেন সফলভাবে। মৃত্যুকালে ৪ ছেলে ২ মেয়ে ও অনেক আত্মাীয় স্বজন রেখে গেছেন।

 

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

বিলাইছড়িতে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

বিলাইছড়িতে সংঘদান এবং হাজার প্রদীপ দানের মধ্যে দিয়ে চিদুরী’র সাপ্তাহিকক্রীয়া সম্পন্ন

প্রকাশিত: ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
print news

 

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি উপজেলাধীন কুতুব দিয়া গ্রামের বাসিন্দা ধাত্রী চিদুরী তঞ্চঙ্গ্যা’র সপ্তাহিক ক্রীয়ার অনুষ্ঠান সুসম্পন্ন করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১০:০০ টায় পরিবারবর্গের আয়োজনে এবং বিহার পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় কুতুবদিয়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অন্ত্যেষ্ঠিক্রীয়া অনুষ্ঠান উপলক্ষে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন আমতলা হরিনছড়া বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ অগ্রবংশ ভিক্ষু। এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ জ্যোতি ভিক্ষু, ধর্মবীর ভিক্ষু, চন্দ্রকীর্তি ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়তুন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য ভিক্ষু সংঘ ও দায়ক দায়িকাবৃন্দ।

IMG 20240129 100133

দিন ব্যাপী মহতী পূর্ণ্যনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, পিন্ডদান সহ নানাবিধ দান করা হয়। ধাত্রীর জন্ম ১৫ই মার্চ ১৯৪২ ইং মৃত্যু ২১ জানুয়ারি ২০২৪ ইং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২০১৪ সালে মৃত্যুবরণ করা অনাদী কার্বারির সহধর্মিণী। তিনি একজন সফল ধাত্রী (ওঝাবুড়ী) ছিলেন। তার হাত ধরে প্রায় ১০০ সন্তানের মা সন্তান জন্ম দিয়েছেন সফলভাবে। মৃত্যুকালে ৪ ছেলে ২ মেয়ে ও অনেক আত্মাীয় স্বজন রেখে গেছেন।