বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিলাইছড়ি উপজেলা ৪টি ইউনিয়নে মোট ১৩ টি ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সিফাত উদ্দিন।
তিনি আরো জানান রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।সব কেন্দ্রের ফলাফল পৌঁছালে জানা যায় নৌকার প্রতীক দীপংকর তালুকদার এমপি পেয়েছেন ১২১৯৭ ভোট, তার প্রতিদ্বন্ধী প্রার্থী ছড়ি (লাঠি) প্রতীক নিয়ে অমর কুমার দে পেয়েছেন ৫৩৭ ভোট এবং সর্বনিম্ন ভোট পেয়েছেন তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীক শাহ মো. মিজানুর পেয়েছেন ৩২২ ভোট। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৩০৫৬ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ২৭০, মোট ভোট দিয়েছেন ১৩৩২৬ টি এবং শতকরায় ৫৭ % ভোট দিয়েছেন ভোটাররা। উপজেলায় বেসরকারি ভাবে এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী নৌকার প্রতীক নিয়ে দীপংকর তালুকদার।
উপজেলা পরিষদ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সকলের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং সহিংসতার কথা কোথাও শোনা যায়নি।