সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
বিলাইছড়ি সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ৩:০০ টায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা স্টেডিয়ামে বিলাইছড়ি উপজেলা বনাম বিলাইছড়ি জোন এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লে: কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি।
এছাড়াও উপস্থিত ছিলেন, মেজর মাজেদুর রহমান পিএসসি, সহকারী সার্কেল আবুল কাশেম, ওসি মানস বড়ুয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, লাল এ্যাংলিয়ানা পাংখোয়া, ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামাচরণ মারমা, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এম এ সালাম ফকির এবং মো. জাফর আহমদ প্রমূখ।
খেলায় বিলাইছড়ি উপজেলা দল বিলাইছড়ি জোন দলকে পরাজিত করে।