মা ও শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা প্রদান
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বিলাইছড়ি কর্তৃক আয়োজিত কুতুবদিয়া এলাকায় উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং কিশোর-কিশোরীদের সেবা ও কাউন্সিলিং প্রদান করা হয়।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় নুনু তঞ্চঙ্গ্যার দোকান মাঠে স্যাটেলাইট ক্লিনিক ও উঠান বৈঠক পরিদর্শন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা। এছাড়াও কুতুবদিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয় এবং পরবর্তীতে কাপ্তাই উপজেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত থেকে বিভিন্ন সচেতনতা মূলক কাউন্সিলিং প্রদান করেন পরিবার পরিকল্পনা এই কর্মকর্তা।
এসময় কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা, রীনা চাকমা (FWA), শোভা রাণী দাশ (আয়া) সাবেক মহিলা মেম্বার স্বপ্না তঞ্চঙ্গ্যা, সমাজের বিশিষ্টজন সুমন্ত তঞ্চঙ্গ্যা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিলাইছড়ি উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম খুব সুন্দর ও স্বাভাবিক ভাবে চলমান রাখা এবং মাঠ পর্যায়ে নিয়মিত উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিক এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক কর্তৃক স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জনগণের মাঝে সেবা পৌছে দিচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।