ছবিঃ সংগৃহিত
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মার্মাকে গভীর রাতে দুর্বৃত্তরা গুলি করেছে বলে গণমাধ্যমকে জানান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন। বুধবার (২২ মে) ভোর আনুমানিক ৫ ঘটিকায় এই গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে। তবে কে বা কারা চেয়ারম্যানের উপর গুলিবিদ্ধের ঘটনাটি ঘটিয়েছে তা কেউ নিশ্চিত করা যায়নি।
তিনি আরো জানান, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নিব।
এদিকে গুলিবিদ্ধ চেয়ারম্যানকে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ গ্রামের লোকজন মধ্যরাতে কাঁধে করে বহন করে নেয়া হয়েছে। পরে পায়ে হেঁটে চিকিৎসার জন্য ভোর ৫:৪৫ মিনিটে জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে জেলা সদর বান্দরবান জেনারেল হাসপাতালে রেফার করেন বলেও জানা গেছে ।
এবিষয়ে আতোমং চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে ফোনে রিং বাজলেও ফোন রিসিভ করেনি। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।