বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
বিলাইছড়িতে ০৯-১৪ ডিসেম্বর/২০২৩ ইং চলমান “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল হতে ৪র্থ দিনে বিলাইছড়ি সদর ক্লিনিকে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইম্প্লানন সেবা ক্যাম্প আয়োজনের মাধ্যমে ২০ জনেরও অধিক সেবা গ্রহীতাকে ইম্প্লানন সেবা প্রদান করা হয়।
উক্ত সেবা ক্যাম্পটি পরিচালনা করেন ডাঃ পংকজ কান্তি সরকার (MCH-FP) বিলাইছড়ি, সহযোগিতা করেন রীনা চাকমা (FWV) ও অনুজা চাকমা (FWV)। সার্বিক সহযোগিতায় ছিলেন অসীম চাকমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিলাইছড়ি। এছাড়াও উপস্থিত থেকে সহযোগিতা করেন বিলাইছড়ি সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক অর্জুন মনি চাকমাসহ অন্যান্য মাঠকর্মীগণ।
উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর কেংড়াছড়ি ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিক শুভ উদ্ভোধনের মাধ্যমে বিলাইছড়ি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ এর কার্যক্রম শুরু হয়ে প্রতিদিন বিভিন্ন সেবা কার্যক্রম সম্পাদনের মধ্যদিয়ে আগামী ১৪ ডিসেম্বর-২০২৩ এ সেবা ও প্রচার সপ্তাহ কার্যক্রমের সমাপ্তি হবে।