রিপন মারমা, কাপ্তাইঃ
বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১০ টা হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, কেপিএম হাই স্কুল এবং কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার আড়াই শত শিক্ষার্থী অংশ নেন।
পরে সকাল ১১ টায় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জন শিক্ষার্থীদের হাতে বই এবং সনদপত্র তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: মহিউদ্দিন।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন এর সভাপতিত্বে যুগ্ম পরিচালক ( প্রোগাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান ও বিকাশ এর ইভিপি এন্ড হেড অব রেগুলেটরি এন্ড করপোরেট হুমায়ুন কবির।