বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে পলিথিন ব্যবসায়ীদের এক লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছেন মধুপুর ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার পৃথক আদালত এই জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন জানান, পরিবেশ রক্ষায় সরকার বদ্ধপরিকর, পলিথিন ব্যবহার ও বিক্রয় বেপারে বার বার নিষেধ এবং জরিমানা করলেও এই সকল ব্যবসায়ীরা গোপনে ব্যবসায়ী চালিয়ে আসতেছে। তারপরও কতিপয় অসাধু ব্যবসায়ি নিষিদ্ধ পলিথিন অবাধে বিক্রি ও ব্যবহার করছে।
তাই নিষিদ্ধ পলিথিনের বিক্রয় ও ব্যবহার বন্ধে সচেতন করার জন্যই মধুপুরে পলিথিন বিরোধ অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য করুন