ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
মরহুম হাজী আব্দুল বারী মাতব্বর ও শহীদ এম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতি বৃত্তি ২০২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) ২০২৪ ইং: সকাল ১১:৩০ মিনিটের সময় শহীদ আব্দুল আলী একাডেমী ভবনে রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল বারী মাতব্বর ও শহীদ এম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতি বৃত্তি ২০২৩ প্রদান অনুষ্ঠান পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রদীপ চাকমা চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিশেষ অতিথিঃ জসিম উদ্দিন সদস্য-অর্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রিফাত আসমা নির্বাহী কর্মকর্তা রাঙ্গামাটি সদর উপজেলা, হাজী মোহাম্মদ মুছা মাতব্বর সভাপতি, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল পরিচালনা কমিটি ও সাধারণ সম্পাদক রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, ফিরোজা আক্তার ডলি জেষ্ঠ্য কন্যা শহীদ এম আব্দুল আলী সভাপতিত্ব করেন নজরুল ইসলাম প্রধান শিক্ষক শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল।
মন্তব্য করুন