মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়ি বাজারের উত্তর পূর্ব পাশে হাটবাজার মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল ১০.৩০ঘটিকায় মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উক্ত স্থানে উপজাতিদের মাছ শূকরের মাংস বিক্রি ও ময়লা আবর্জনা ডাম্পিং এর মহালছড়ি বাজারের নির্ধারিত জায়গা মহালছড়ি বাজারের স্থানীয় ভূমিদস্যু অনুপ মহাজন (আবুল কাসেম) কর্তৃক রাতের আধারে দোকানঘর নির্মাণ করে অবৈধ দখলের প্রতিবাদে মহালছড়ি বাজার ব্যবসায়ি ও বাজার এলাকার স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে শূকর ব্যবসায়ি ও মাংস বিক্রেতা চিকু চাকমা, আলোময় চাকমা, শূকর বিক্রেতা রনজিৎ ত্রিপুরা, মূরগির মাংস বিক্রেতা আলুঅং মারমা, মাইসছড়ি হতে আসা মমং রাখাইন, সাগরের মাছ ব্যবসায়ি আমির হোসেন, জনসাধারণের পক্ষে রেজাউল হক মাসুদ এবং মহালছড়ি বাজার ব্যবসায়ির পক্ষে সুনীল দাশ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমরা আগে থেকেই এই জায়গাতে মুরগির মাংস, শূকরের মাংস, সাগরের মাছ, জীবিত শূকর বসে বিক্রি করতাম কিন্তু উক্ত জায়গায় অবৈধভাবে অনুপ মহাজন ওরফে আবুল কাসেম নামে একজন রাতের আধারে দোকানঘর তুলেছে ফলে প্রতি মঙ্গলবার আগের মতো বসে বিক্রি করতে অসুবিধা হচ্ছে। বাজার ফান্ডের টোল ঠিকই আমাদের থেকে যথানিয়মে নিয়ে যাচ্ছে, আমরা সব ব্যবসায়িরা শুনেছিলাম এই স্থানে মুরগির ও শূকরের মাংস বিক্রির সেড নির্মাণ করা হবে। অবৈধ দখলের কারণে আমরা সরকার কর্তৃক প্রাপ্ত ভবনের সুযোগ সুবিধা হতে কেন বঞ্চিত। আমরা সব ব্যবসায়ি ও পথচারীগণ দ্রুত আশু সমাধান আশা করছি।
এবিষয়ে দখলদার মালিক অনুপ মহাজন ওরফে আবুল কাসেম বলেন, আজকে কে কি করলো জানতে চাই না, বর্তমানে দখলকৃত জায়গার বিষয়টি কোর্টে বিচারাধীন বা মামলাধীন রয়েছে। তাই আইনের শ্রদ্ধা জানিয়ে বলছি আইনের আওতায় যে সিদ্ধান্ত বা রায় আসবে পরবর্তীতে সেই রায় আমি গ্রহণ করবো।
এবিষয়ে বাজার চৌধুরী বলেন, উক্ত স্থানে পূর্ব হতে বাজারে সকল ময়লা ডাম্পিং করা হতো। কিন্তু অনুপ মহাজন কোন সময়ে রাতের আধারে দোকানঘর নির্মাণ করেছে। হাটবাজার মঙ্গলবারে আসা জনগণ বা ব্যবসায়িগণ তাদের পণ্য ক্রয় ও বিক্রি করতে সমস্যার মুখোমুখি হচ্ছে। উক্ত স্থানে ব্যবসায়িদের সুবিধার চিন্তা করে সেড নির্মাণ করা প্রয়োজন।