Dhaka , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহালছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেলেন যারা, গণপ্রচারণা শেষে ২৯মে নির্বাচন

print news

 

 

রিপন ওঝা, মহালছড়িঃ

 

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আজ ১৩মে সোমবার নির্বাচন কর্মকর্তার কক্ষে রিটার্নিং অফিসার মোঃ রাজু আহাম্মদ’ এর উপস্থিতিতে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিমল কান্তি চাকমা কাপ পিরিচ মার্কা, বিআরডিবি সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ ব্যবসায়ি ঠিকাদার কংজরী চৌধুরী আনারস মার্কা পেয়েছেন। উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা মোঃ জসিম উদ্দীন বই মার্কা এবং উপজেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ১নং সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহালছড়ি বাজারের ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান টিউবওয়েল মার্কা পেয়েছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী মহিলা যুবলীগ সভাপতি সুইনুচিং চৌধুরী প্রজাপতি মার্কা ও প্রাক্তন মহিলা মেম্বার (১,২ ও ৩) ও উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম সেলাই মেশিন মার্কা পেয়েছেন।

441889393 456090687098415 1442852754953772210 n

এসময় মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, সকল প্রার্থীগণ, সকল প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থককারীগণ, অফিসের নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি ও স্ক্যানিং অপারেটর মোঃ বিপ্লব হোসাইন, ডাটা এন্ট্রি অপারেটর আশুতোষ চাকমা, সুর্নিমল চাকমা ও কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

আজ চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতীক বুঝে নিয়েছেন। সকল প্রার্থীর পক্ষে গণপ্রচারণা শুরু হবে। আগামী ২৭মে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নির্বাচনের ৩৬ঘন্টা পূর্বেই সকল প্রার্থীর গণপ্রচারণা চালাতে পারবে। ২৯ মে বুধবার সকাল ৮.০০ঘটিকা হতে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ রাজু আহাম্মদ বলেন আপনারা গত ২মে মনোনয়নপত্র জমা করেছেন, ৫মে প্রার্থীদের মনোয়ন পত্র বাছাই পর্ব সম্পন্ন হয়েছে, ১২মে প্রার্থীতা নিশ্চিত হয়েছে ও আজ ১৩মে আপনাদের পছন্দের প্রার্থীদের প্রতীক বুঝে পেয়েছেন। প্রতীক বুঝে পেয়েই নির্বাচনী এলাকায় আইন মেনেই আপনারা মাঠ পর্যায়ে প্রচারণা শুরু করতে পারবেন। উপস্থিত সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন এবং নির্বাচনের দিন ২৯মে সারাদিন নির্বাচনী পরিবেশ যাতে শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এ ব্যাপারে সামগ্রিক সহযোগিতা কামনা করেন।

441222614 7557739070929506 6613616982524572500 n

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলায় ১৪টি ভোটকেন্দ্র রয়েছে, মোট ভোটার ৩৬,৬০২জন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Chtbarta

জনপ্রিয়

মানিকছড়ি সদর ইউনিয়নে কৃষক সমাবেশ

মহালছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক পেলেন যারা, গণপ্রচারণা শেষে ২৯মে নির্বাচন

প্রকাশিত: ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
print news

 

 

রিপন ওঝা, মহালছড়িঃ

 

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আজ ১৩মে সোমবার নির্বাচন কর্মকর্তার কক্ষে রিটার্নিং অফিসার মোঃ রাজু আহাম্মদ’ এর উপস্থিতিতে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিমল কান্তি চাকমা কাপ পিরিচ মার্কা, বিআরডিবি সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ ব্যবসায়ি ঠিকাদার কংজরী চৌধুরী আনারস মার্কা পেয়েছেন। উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা মোঃ জসিম উদ্দীন বই মার্কা এবং উপজেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ১নং সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহালছড়ি বাজারের ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান টিউবওয়েল মার্কা পেয়েছেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী মহিলা যুবলীগ সভাপতি সুইনুচিং চৌধুরী প্রজাপতি মার্কা ও প্রাক্তন মহিলা মেম্বার (১,২ ও ৩) ও উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি মোছাঃ জাহানারা বেগম সেলাই মেশিন মার্কা পেয়েছেন।

441889393 456090687098415 1442852754953772210 n

এসময় মহালছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা বলেন, সকল প্রার্থীগণ, সকল প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থককারীগণ, অফিসের নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি ও স্ক্যানিং অপারেটর মোঃ বিপ্লব হোসাইন, ডাটা এন্ট্রি অপারেটর আশুতোষ চাকমা, সুর্নিমল চাকমা ও কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

আজ চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতীক বুঝে নিয়েছেন। সকল প্রার্থীর পক্ষে গণপ্রচারণা শুরু হবে। আগামী ২৭মে রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নির্বাচনের ৩৬ঘন্টা পূর্বেই সকল প্রার্থীর গণপ্রচারণা চালাতে পারবে। ২৯ মে বুধবার সকাল ৮.০০ঘটিকা হতে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ রাজু আহাম্মদ বলেন আপনারা গত ২মে মনোনয়নপত্র জমা করেছেন, ৫মে প্রার্থীদের মনোয়ন পত্র বাছাই পর্ব সম্পন্ন হয়েছে, ১২মে প্রার্থীতা নিশ্চিত হয়েছে ও আজ ১৩মে আপনাদের পছন্দের প্রার্থীদের প্রতীক বুঝে পেয়েছেন। প্রতীক বুঝে পেয়েই নির্বাচনী এলাকায় আইন মেনেই আপনারা মাঠ পর্যায়ে প্রচারণা শুরু করতে পারবেন। উপস্থিত সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন এবং নির্বাচনের দিন ২৯মে সারাদিন নির্বাচনী পরিবেশ যাতে শান্তি ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এ ব্যাপারে সামগ্রিক সহযোগিতা কামনা করেন।

441222614 7557739070929506 6613616982524572500 n

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলায় ১৪টি ভোটকেন্দ্র রয়েছে, মোট ভোটার ৩৬,৬০২জন।