রিপন ওঝা, মহালছড়িঃ
মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান শেষে বেলা ৩.৩০ টার দিকে থেকে একটি বর্নাঢ্য রথযাত্রার শোভাযাত্রার বের হয়ে থলিপাড়া হয়ে বাজারসহ উপজেলা পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আজ ৭জুলাই ২০২৪ রবিবার সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত যে, সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীগণ।
আজ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন করা হয়। রথযাত্রার এই শোভাযাত্রায় এলাকার সনাতন ধর্মালম্বীগণ উপস্থিত ছিলেন।