রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ২৯মে বুধবার অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে বিমল কান্তি চাকমা (মূর্ত বাবু) চেয়ারম্যান, বই প্রতীকে মোঃ জসিম উদ্দিন পুরুষ ভাইস চেয়ারম্যান, প্রজাপতি প্রতীকে সুইনুচিং চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পূর্বের ন্যায় এবারও চমক দেখিয়ে জনগণের প্রত্যেক্ষ ভোটে বেসরকারি ভাবে জয় পেয়েছেন।
মহালছড়িতে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হালকা রোদ ও বৃষ্টি বিঘ্নিত ঘূর্নিঝড় “রেমাল” বৈরি আবহাওয়ার মধ্যেও আজ নিরিবিলি পরিবেশে ১৪টি কেন্দ্রে জনগণের প্রত্যেক্ষ ভোটে প্রত্যেক প্রার্থী জয়লাভ করেন।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিমল কান্তি চাকমা (মূর্ত বাবু) কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১০১৩৬ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী কংজরী চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৭৮৫২ ভোট, ভাইস চেয়ারম্যান হিসেবে মোঃ জসিম উদ্দিন বই পেয়েছেন ১১১০৭ভোট নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল প্রতীকে মোঃ জিল্লুর রহমান রহমান পেয়েছেন ৬৪৪২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুইনুচিং চৌধুরী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১১৮২৯ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে মোছাঃ জাহানারা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ৫৯৪৭ ভোট।
৩য় ধাপে অনুষ্ঠেয় মহাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ মহালছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা নির্বাচন অফিস কক্ষে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।
বিশেষ আকর্ষণ যে, আজকের নির্বাচনের সকল কেন্দ্রে পর্যবেক্ষণ করেই দেখা যায় যে, ভোটারের উপস্থিতি লক্ষ্মনীয় তবে যন্ত্রনাথ কার্বারীপাড়া ও লেবুছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চারপাশে বর্ষার পানিতে তলিয়ে যাওয়ার কিছু ভোটার নৌকায় যাতায়াত করছে, চোংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় আজ স্যাতস্যাতে কদর্মাক্ত পরিবেশ ছিলো।