রিপন ওঝা, মহালছড়িঃ
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতে ও ‘‘সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্যে নিয়ে আজ শনিবার ২ মার্চ ২০২৪ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উক্ত দিবসে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে মৎস্য কর্মকর্তা প্রবীন কুমার চাকমা, উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন, মহালছড়ি কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তৃপ্তিকর চাকমা, নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ বিপ্লব হোসাইন, ডাটা এন্ট্রি অপারেটর সুর্নিমল চাকমা ও আশুতোষ চাকমা, স্ক্যানিং অপারেটর মোঃ বিপ্লব হোসাইন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, উপজেলার বিভিন্ন ইউপি’র সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার ভোটারগণ অংশগ্রহণ করেন।
নির্বাচন কর্মকর্তা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে সভায় বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকদের উচিত যাদের বয়স আঠারো হলেই স্ব-উদ্যোগে সঠিক তথ্যে ভোটার হয়ে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার আহ্বান জানান।