রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়ির মহালছড়িতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার টিআই জাহিদ সুমন নোবেল, সম্মানিত সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সমর চাকমা।
গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্টে মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্পাদক মোঃ রোকন মিয়া সঞ্চালনায় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন এসআই মোঃ আল আমিন, এএসআই তরুণ মজুমদার ও সৈনিকগণ, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।
উক্ত খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মেহেদী হাসান রাজীব ও মোঃ হাসিবুল হাসান শান্ত।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩.০০ঘটিকায় মহালছড়ি সদর ইউনিয়ন একাদশ ও মুবাছড়ি শাপলা সংঘ মুখোমুখি হয়। নির্দিষ্ট সময় খেলা শেষে মুবাছড়ি শাপলা সংঘকে ৪৯/৪৮ পয়েন্টে হারিয়ে মহালছড়ি সদর ইউনিয়ন একাদশ বিজয় অর্জন করে।