রিপন ওঝা, মহালছড়িঃ
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়া দেশ প্রিয় জন্মভূমি স্বাধীন বাংলাদেশের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে। জাতির জনকের ম্যুরালে ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ২৬মার্চ রোজ মঙ্গলবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম’র নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন (জয়দার) নেতৃত্বে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), উপজেলা জাতীয় পার্টি, উপজেলা জেএসএস সংস্কার (এমএন লারমা), মহালছড়ি উপজেলা প্রেসক্লাব, মহালছড়ি থানা পুলিশ, উপজেলা ছাত্র নাগরিক পরিষদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, মুবাছড়ি ইউনিয়ন পরিষদ, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ, হিসাব রক্ষণ অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল, মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, মহালছড়ি মৎস্য উন্নয়ন কর্পোরেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলজিইডি অফিস, মহালছড়ি ইউনিয়ন পরিষদ, বন বিভাগ, বীর মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তীর নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, মহালছড়ি উপজেলা ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতি, মহালছড়ি বাজার বনিক (ব্যবসায়ী) সমিতি, মহালছড়ি ট্রাক ও মিনি ট্রাক মালিক সমিতি এবং চালক/শ্রমিক সমিতি, মহালছড়ি মৎস্য ব্যবসায়ি সমিতি, মহালছড়ি টমটম চালক সমবায় সমিতিসহ এলাকার বিভিন্ন সংগঠন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্ফস্তবক অর্পন পূর্বক শ্রদ্ধা জ্ঞাপন করেন।
দিবসটি উপলক্ষে মহালছড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত যে, স্বাধীন দেশের মহান স্থপতি, যার তর্জনীতে ১১সেক্টরে বাংলাদেশ নামটি বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে, তিনিই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ম্লান হবে না কোনোদিন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শোধিত হবে রক্তঋণ’- ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা জানান।