রিপন ওঝা, মহালছড়িঃ
সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বৃষ্টি বিঘ্নিত ঘূর্নিঝড় “রেমাল” বৈরি আবহাওয়ার মধ্যেই আগামীকাল ২৯মে রোজ বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এসময়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমার নিকট হতে নির্বাচনকালীন সময়ের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাগণ নির্বাচনের নানান সরঞ্জাম বুঝে আইন শৃঙ্খলাবাহিনী সহ ১৪টি কেন্দ্রের
নির্বাচনের ভোটগ্রহণ ২৯মে সকাল ৮.০০ঘটিকা হতে বিকাল ৪.০০ঘটিকা পর্যন্ত চলবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলায় মোট ভোটার ৩৬,৬০২জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮৫৭৮জন ও নারী ভোটার ১৮০২৪জন।
নির্বাচন রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ বলেন, উপজেলাধীন সকল ইউনিয়ন পর্যায়ে ১৪টি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, কালি, কলমসহ নানান সরঞ্জাম পাঠানো হয়েছে, দূরবর্তী কেন্দ্রে প্রয়োজনবোধে ব্যালটও পাঠানো হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের নিজস্ব এজেন্ট ও উপস্থিত ভোটার সকলের অংশগ্রহণমূলক সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজন অনুসারে আমাদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিমল কান্তি চাকমা (মূর্ত বাবু) কাপ পিরিচ ও কংজরী চৌধুরী আনারস প্রতীকে, ভাইস চেয়ারম্যান হিসেবে মোঃ জসিম উদ্দিন বই ও মোঃ জিল্লুর রহমান টিউবওয়েল প্রতীকে, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুইনুচিং চৌধুরী প্রজাপতি ও মোছাঃ জাহানারা বেগম সেলাই মেশিন প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছেন।