রিপন ওঝা, মহালছড়িঃ
মহালছড়িতে থানার ভেতরে ২৯ মার্চ ২০২৪ দিবাগত রাত ১০: ৩০ মিনিটে আগুনে পরিত্যক্ত বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই যায়।
স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের অদম্য সাতান্ন’র ক্যাপ্টেন মোঃ তাহসিন’র নেতৃত্বে মহাছড়ি সেনা জোনের ফায়ার ফাইটিং দল বেসামরিক লোকের সমন্বয়ে আগুন দ্রুত সময়ে নেভাতে সক্ষম হয়। ততক্ষণেই বহুদিনের পরিত্যক্ত ঘরটি সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
উক্ত অগ্নিকান্ডের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, মহালছড়ি থানার সবচেয়ে পুরাতন পরিত্যক্ত একটি ঘর, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিচ্যুতিতে আগুনের ঘটনা ঘটেছে। উক্ত পরিত্যক্ত ঘরটি নেভাতে সম্বলিত প্রয়াসে এসেছেন সকলকে মহালছড়ি থানার পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অগ্নিকান্ডের বিষয়ে মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মেজবাহ উদ্দিন বলেন, মহালছড়িতে প্রায় এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটছে কিন্তু মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় মহালছড়ি বাজার ও মাইসছড়ি বাজারে খাগড়াছড়ি জেলা হতে আগত ফায়ার সার্ভিসের বিশেষ ইউনিটের উপস্থিতিতে আমরা জোনের উদ্যোগে প্রতি বছরে প্রায় সময়ে এলাকাবাসীর ও দোকানদারের স্বার্থে শিক্ষনীয় যৌথ মহড়া প্রদর্শন করে থাকি। ২০১৭ সালে ফায়ার সার্ভিসের স্টেশন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত ভূমি জটিলতায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়নি। মহালছড়ি উপজেলার স্থানীয় এলাকাবাসী সবার আরজ দ্রুত সময়ে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ দ্রুত সময়ে চালু করা হোক।