রিপন ওঝা, মহালছড়িঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মধ্য লেমুছড়ি হতে গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ১৫কেজি গাঁজাসহ ক্ষেত্র চাকমা নামে এক অপরাধী পুলিশের হাতে ধরা পড়েছে। মধ্যরাতে লেমুছড়ির মধ্য পাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে মহালছড়ি জোনের একটি টহল দল অভিযান পরিচালনা করে।
সুত্রে জানা যায়, চলতি অভিযানে আটককৃত গাজাঁ বহনকারী ইউপিডিএফ (মূল) সংগঠনের সদস্য। মহালছড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মহালছড়ি থানার মামলা নাম্বার-০২ তারিখ- ১৭/০৬/২০২৪ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১৯(খ) রুজু হয়েছে। এই গাঁজার পরিমাণ প্রায় ১৫ কেজি যার আনুমানিক মূল্য ৩লক্ষ ৫০হাজার টাকা।
উল্লেখ্য যে, সেনাবাহিনীর মহালছড়ি জোন ও মহালছড়ি থানার এস আই(নিঃ) মধুসূদন সরকার এএসআই (নিঃ) কল্প রঞ্জন চাকমা ও সঙ্গীয় ফোর্স সহ ১৭/০৬/২৪ ইং তারিখ দিবাগত রাতে অভিযান পরিচালনা করে মধ্য লেমুছড়ি গ্রাম হতে আসামী ক্ষেত্র চাকমা (৪৫) পিতাঃ চৌধুরী চাকমা, মাতাঃ ইন্দপদি চাকমা, মধ্য লেমুছড়ি হতে গ্রেফতার করা হয়।
যৌথবাহিনী আটককৃত গাঁজা পাচারকারীকে মহালছড়ি থানায় হস্তান্তর করেন। উক্ত আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।