বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইলঃ
গণমাধ্যম কর্মীদের বিশেষ সংবাদের ভিত্তিতে মধুপুর পৌরসভাধীন কাইতকাই মৌজায় মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া। ফসলি জমি ও পাহাড়ি টিলা লাল মাটি কাঁটা বন্ধে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে তিনি জানান। মধুপুর প্রশাসন কিছুদিন পরপরই ঝটিকা অভিযান পরিচালনা করে অর্থদণ্ড জেল জরিমানা করার কারণে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। কিন্তু পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ী, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ঘাটাইল ঐসব উপজেলাগুলোতে দিনরাত ২৪ ঘন্টা ফসলি জমি এবং টিলা জাতীয় বনভূমির জায়গা থেকে মাটি কেটে পরিবেশ ভারসাম্য, জীববৈচিত্র্য বিনষ্ট ও জমির উর্বরতা হারালেও রহস্যময় কারণে প্রসাশন নীরব।