নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ
পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সর্বাবস্থায় জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ এলাকার শান্তি সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মানব কল্যাণে এগিয়ে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে লংগদু জোন সদরে শিক্ষার্থীদের ফরম ফিলাপ ও সামাজিক বিয়ে অনুষ্ঠানে অসহায় দুটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন লংগদু জোন। রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র জালিয়াপাড়া এলাকার অসহায় জেলে সজল দাশের এক মাত্র মেয়ের বিয়ে সম্পন্ন ও তার ছেলে নারায়ন দাশের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য নগদ অর্থ দেওয়া হয়। একই সময় আটারকছড়া ইউনিয়নের সরণিকা চাকমার মেয়েকে ফরম ফিলাপের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
অসহায় সজল দাশ বলেন, সেনাবাহিনীর এই ঋণ আমি শেষ করতে পারবো না। আমি এমন বিপদে পড়েছিলাম যে কিছু দিন পর মেয়ের বিয়ে, অপর দিকে ছেলের পরীক্ষা। বাবা ছেলে দুজনই রাতে জাল মারি। আর দিন হলে ছেলে স্কুল করে আমি অন্য কাজ করি। এমন অবস্থায় আর্মি ক্যাম্পে সহযোগিতা চাইলে তাো নগদ অর্থ সহয়তা দেন।
সরণিকা চাকমা জানান, আমার পরিবার যখনি সেনাবাহিনীর কাছে বিপদে আপদে এসেছে সেনাবাহিনী আমাদের সহযোগীতা করেছেন। জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায় অনুদান হিসেবে নগদ অর্থ সেবাগ্রহীতদের হাতে তুলে দেন জোন উপ-অধনিয়াক মেজর আহমদ ফারশাদ কবির।
মন্তব্য করুন