মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি সীমান্তে গরমছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ অপ্রুচাই মারমা (৩০) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী সদস্যরা।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় দিকে এই অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। অপ্রুচাই মারমাকে অস্ত্রসহ আটক করে মানিকছড়ি থানায় র্সোপদ করা হয়েছে।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ শেখ মামুদুল হাসান রুবেল বলেন, আটককৃত অপ্রুচাই মারমাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে, সে নিজেকে মগ লিবারেশন পার্টির কালেক্টর বলে দাবী করেন। অবৈধ ভাবে অস্ত্র রাখা অপরাধে অপ্রুচাই মারমার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান।