মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন। বুধবার সকাল থেকে ২১ টি ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের ভীড় দেখা গেছে। বিকেল ৪টা নাগাদ মোট ভোটার ৫৫০৭৪ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ৩০৩৯৪ ভোট( ৫৫.১৮ শতাংশ)।
ভোট শতভাগ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয়েছে। বিদায়ী ও নবনির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন পেয়েছেন ২২ হাজার ৪৬২ ভোট ও নিকটতম প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৩৬১ ভোট ।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়। তিনি পেয়েছেন ১০ হাজার ২২৩ ভোট। তাঁর নিকটতম উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু। তিনি পেয়েছেন ৯ হাজার ৫২১ ভোট। অন্যদিকে ভাইস চেয়ারম্যান মহিলা পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগ নেত্রী নূর জাহান আফরিন লাকি। তিনি পেয়েছেন ১৭ হাজার ৬৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ও সাবেক ভাইস চেয়ারম্যান (৪র্থ উপজেলা পরিষদ) রাহেলা আক্তার পেয়েছেন ১১ হাজার ৬০ ভোট। রাত সাড়ে ৮ টায় দিকে বেসরকারি ফলাফল ঘোষণায় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।
এদিকে উপজেলার গভামারা সরকারি উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, বড়ডলু কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান ও সহায়তার অভিযোগে ৫ ব্যক্তিকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান
এদের মধ্যে ৩জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
অভিযুক্তরা হলেন, উপজেলার গভামারা এলাকার মো. সম্রাট (১৮), মো. ইউসুফ আলী (৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মো. রানা (২২)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।