মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মতবিনিময় সভা করেছেন মানিকছড়ি উপজেলায় মৎস্য দপ্তর।
মঙ্গলবার বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদকর্মীদের উপস্থিতিতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য উৎপাদন ও চাহিদা এবং মৎস্য বিভাগের গৃহীত নানা কর্মসূচী নিয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার।
তিনি জানান, উপজেলায় মাছের চাহিদা ১৩ মেট্রিক টন এবং উৎপাদন মাত্র ৪ মেট্রিক টন। জনপদে পুকুর, ক্রীক বা লেক কম হওয়ার কারণে উৎপাদন কম। যার ফলে চাহিদার দ্বিগুণ মাছ সমতল থেকে আনতে হয়। এতে ভোক্তা পর্যায়ে ব্যয় বেড়ে যায়। জনপদে মৎস্যচাষ বৃদ্ধিসহ হালদার পরিবেশ রক্ষায় সকলের এগিয়ে আসার প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সংবাদকর্মী অংগ্য মারমা।