মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলা তিনটহরী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল ১১ টায় ঐতিহ্যবাহী মহামুনি হেডম্যান কার্যালয়ে সভা শুরুতে ত্রিপিটক পাঠ করেন, প্রতিষ্ঠানে ক্রেডিট অফিসার ক্রাজাই মারমা। উক্ত সাধারণ সভায় ক্রেডিট ইউনিয়নের পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান থোয়াইঅংপ্রু মারমা সঞ্চালনায় ব্যবস্থপনা কমিটির চেয়ারম্যান মংসানু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) চট্টগ্রাম অঞ্চলে জেলা ব্যবস্থাপক ছাজেন অং রাখাইন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মারমা উন্নয়ন সংসদে সাবেক সাধারণ সম্পাদক রিপু মারমা (কংজপ্রু), ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) মাটিরাংগা উপজেলা ব্যবস্থাপক ইথুন মারমা, রামগড় হর্টিকালচার সেন্টার চাকরিজীবি চাইহ্লাপ্রু মারমা, দৈনিক মানবকন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি অংগ্য মারমা, তিনটহরী ইউপি ৭নং ওয়ার্ড সদস্য কংচাইরী মারমা, মহামুনি রংধনু কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক উহ্লাপ্রু মারমা প্রমূখ।
সভাতে বিগত বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন, ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিতালি চৌধুরী, ২০২৩ - ২০২৪ সালের আর্থিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন তিনটহরী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী মম মারমা। সভায় শেষে অতিথিদের হাতের সম্মাননা স্বারক ও প্রতিষ্ঠানে সর্বোচ্চ শেয়ার ও সঞ্চয় আমানতকারীদের পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, মানিকছড়ি উপজেলা জনগণে আর্থ সামাজিক উন্নয়নে লক্ষ্যে ২০১৪ সালের পূর্বে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ (আইসিডিপি) পরিচালনা করে আসছিলেন। পরে গত ২০১৪ সালের মে মাসের ২১ লক্ষ মুলধন ও ৩শত জন সদস্যসহ তিনটহরী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিকট ন্যস্ত করেন কারিতাস বাংলাদেশ কর্তৃপক্ষ। বর্তমানে অত্র ক্রেডিট ইউনিয়নে উপজেলায় ২৩টি গ্রামের ১ হাজার ১শত ৪৪ জন সদস্যদের সঞ্চয়ী আমানত ১ কোটি ৩৬ লক্ষ ৬৫ হাজার ৫ শত ৪৬ টাকা মূলধন দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানে ৪জন নারী ও পুরুষ কর্মকর্তা ও কর্মচারী চাকুরী করছেন।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা