মানিকছড়ি প্রতিনিধিঃ, খাগড়াছড়িঃ
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন হাট বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছে মানিকছড়ি উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টায় মানিকছড়ি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, ৩নং যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মতিন, ৪নং তিনট্যাহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আবদুল কাদের ও তিনটহরী বাজার কমিটি সভাপতি মো. রফিকুল ইসলামসহ যোগ্যাছোলা, গাড়ীটানা, ডাইনছড়ি, বাটনাতলী ও গচ্ছাবিল বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজানের চাহিদাকে পূঁজি করে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্য বৃদ্ধি করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাই সকলকে সচেতন থাকতে হবে। তবে উপজেলার কোন হাট-বাজারে এমন ঘটনা পরিলক্ষিত কিংবা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।