প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ
মানিকছড়িতে নির্বাচনী পথসভায় করলেন নৌকা মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
আওয়ামীলীগ সরকারের সময়ের দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠানো ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশের ন্যায় এগিয়ে চলেছে।
বিশেষ করে পার্বত্যঞ্চলের মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। শান্তি চুক্তির ফলে পাহাড়ের যে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের শুরু হয়েছিল, তা আজও অব্যহত রয়েছে। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবে। তাই চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলার ছুদুরখীল ও মহামুনি বাসস্ট্যান্ট এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মানিকছড়িতে এটি তার প্রথম নির্বাচনী পথসভা।
তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়িবাসীর সেবা করার সুযোগ দেয়ার আহবান জানান।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি সাথোয়াইঅং মারমা, ম্রাগ্য মারমা, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ জব্বার, এডভোকেট আশুতোষ চাকমা, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : নিউটন চাকমা
সিএইচটি বার্তা