মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলাতে পৃথক দুটি জায়গা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে মানিকছড়ি উপজেলা সদরে উত্তর ডলু এলাকায় মো. আবুল হোসেনের মেয়ে ফাতেমা বেগম (৩) মৃত্যু হয়। অন্যদিকে দুপুর ১টার দিকে উপজেলার ডাইনছড়ি এলাকায় হাফসা (৫) নামের আরেক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার আব্দুল হানিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদরে উত্তর ডলু এলাকার মো. আবুল হোসেনের মেয়ে ফাতেমা খেলাধুলার ফাঁকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে তার মাতা বাড়ির পাশে পুকুরে নেমে খুঁজতে থাকেন। পানিতে খোঁজা পর এক পর্যায়ে তার মায়ের পায়ে সন্তানের অনুভব হলে তাকে পানিতে খুঁজে পান। পরে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে উপজেলার ডাইনছড়ি এলাকায় বড় ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে হাফসা নামের আরেক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন। তিনি জানান শিশুর দু’জন মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। একটি শিশুর পরিবার ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে শিশুর মরদেহ সতান্তর করা হয়েছে। অন্য শিশুটির আইনি কার্যক্রম চলমান রয়েছে।