মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি ঐতিহ্যবাহী রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শুক্রবার বিকাল ৩ টায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার পিএসসি, জি লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা।
উক্ত টুর্নামেন্টের মোঃ মহিউদ্দিন কিশোর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, টুর্নামেন্টের পরিচালনায় কমিটি আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার পিএসসি, জি, উপ অধিনায়ক মেজর জুনায়েদ বিন কবির, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম, এন আবছার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, মানিকছড়ি সদরে ইউপি চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন, যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিনসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃ্ৃবৃন্দ।
খেলায় শুরু থেকে মানিকছড়ি বাজার একাদশ বনাম জিয়া নগর আর্দশ যুব সংঘ দুটি শক্তিশালী দল টানটান উত্তেজনা মধ্য দিয়ে শুন্য গোলের খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারে মানিকছড়ি বাজার একাদশ টিমকে ২-৪ গোলের ব্যবধানে জিয়া নগর যুব সংঘ খেলায় বিজয়ী লাভ করেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন, তরুণ সমাজের মাদকাসক্ত ও মোবাইল গেইমের আসক্ত থেকে দুরে রাখতে খেলাধুলা আয়োজন করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উপজেলা সকল সম্প্রদায়কে সম্প্রীতি বজায় রাখার মূল লক্ষ্য।