মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় প্রতিষ্ঠিত বড়বিল সুন্নিয়া দাখিল মাদরাসা’র সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী (১৩)কে নিয়ে শিক্ষক মো. মাসুম উদ্দিন উধাও হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিভাবক সূত্রে জানা যায়, উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান “বড়বিল সুন্নিয়া দাখিল মাদরাসা”র সপ্তম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে (১৩) প্রলোভন দেখিয়ে গত ২৮ জুলাই সন্ধ্যায় পালিয়ে গেছে একই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এক সন্তানের জনক মো. মাসুম উদ্দিন।
ঘটনার পরপর সন্ধ্যায় মো. হাবিব উল্লাহ’র তার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়া শিক্ষকের বিরুদ্ধে মানিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মো. হাবিব উল্লাহ’র দাবী তার নাবালক শিশু কন্যাকে ফুঁসলিয়ে বিয়ে করতে বা মানব পাচারের উদ্দেশ্যে শিক্ষক মো. মাসুম উদ্দিন অপহরণ করেছে। মেয়েকে উদ্ধারে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। শিক্ষক মো. মাসুম উদ্দিন ঘটনার পর থেকে এলাকা ছাড়া এবং তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। তবে মাসুম উদ্দিনের স্ত্রী-সন্তান রয়েছে বলেও জানা গেছে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক মাদরাসা শিশু শিক্ষার্থী নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি ১০৪৫, তারিখ- ২৮/৭/২0২৪ খ্রি মূলে তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।