মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
মানিকছড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে বসতবাড়ি। এতে সর্বস্ব হারিয়ে নিস্ব বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দিকে মানিকছড়ি উপজেলার খদাং এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পাড়া লোকজন ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যার ফলে পুড়ে ছাই হয়েছে বসতবাড়িসহ ঘরের যাবতীয় মালামাল।
ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সন্ধ্যায় ৭ দিকে ঘরের পিছনের দিক থেকে আগুন দেখা যায়। মুহুর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময়ে পাইপ্রুসাই মারমা স্ত্রী পার্শ্ববর্তী কূয়া থেকে রাতের খাবারে পানির সংগ্রহ করতে গেলে, কূয়া থেকে পানি এনে দেখেন ঘরে ঢাউ ঢাউ করে আগুন জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় ঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবারের স্বামী স্ত্রী ও ৩ ছেলে ১ মেয়ে নিয়ে তারাঁ খোলা আকাশের নিচে বসবাস করছেন। ওই সময়ে ঘরে মালিক পাইপ্রুসাই মারমা (৫২) মানিকছড়ি খাদ্য গোদামে কাজে ছিলেন। তার দুই সন্তানও এলাকায় চা দোকানে থাকায় ঘরে জিনিসপত্র বের করতে পারেনি। বর্তমানে গায়ে পড়নের কাঁপড় ছাড়া আর কিছু নেই।
গ্রামের কার্বারী থোয়াইউসাই মারমা বলেন, পাইপ্রুসাই মারমা পরিবারে ঘর আগুনে সবকিছু পুড়ে অসহায় হয়ে পড়েছে। এ শীতের মধ্যে ট্রেপাল টাঙিয়ে পরিবার রাত্রী যাপন করছেন।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে তথ্য নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনে মাধ্যমে ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানান।