মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি উপজেলার চট্টগ্রাম সড়কের পার্শ্বে অবস্থিত মানিকছড়ি ইংলিশ স্কুল’র ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্কুলের মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ে অধ্যক্ষ মো. গোলাম রসুল। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। বিকেলে স্কুলের ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্ট অংশগ্রহন ও যেমন খুশি তেমন সাজো অথিতিদের মুগ্ধ করেছেন। পরে আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্ট প্রতিযোগী শিক্ষার্থী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।