ছবিঃ প্রতীকি
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি ক্যাম্প সেনাবাহিনী আরআইসি ল্যাঃ নায়েক মোহাম্মদ রুকুনুজ্জামান এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন মানিকছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাসনুর ইসলাম এর নেতৃত্বে মানিকছড়ি গোদারপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি অগ্নি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
মানিকছড়ি আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার রাত সাড়ে ১০টায় সময় চার-পাঁচজন সন্ত্রাসী নাশকতা করতে একত্রিত হচ্ছিলেন। আরআইসি ল্যাঃ নায়েক মোঃ রুকুনুজ্জামান এর গোয়েন্দার তথ্য ভিত্তিতে মানিকছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাসনুর ইসলামকে সংবাদ দিলে তাৎক্ষনিকভাবে অপারেশন পরিচালনা করা হয়।
সন্ত্রাসীরা বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পিছন হতে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও, সেই স্থান তল্লাশি করে একটি অগ্নি অস্ত্র (এলজি) উদ্ধার করতে সক্ষম হয়।
পরে উদ্ধারকৃত অস্ত্রটি মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল উদ্দিনকে জানালে মোবাইল সেভেন এর একটি পুলিশ টিম সেই স্থানে পৌঁছেন। পরে ঐ স্থানে কোন আসামি না পাওয়াই সাক্ষীগণের ভিত্তিতে পরিত্যক্ত দেখিয়ে অগ্নি অস্ত্রটি (এলজি) জব্দ করে থানায় নিয়ে আসেন।
মন্তব্য করুন