মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
মানিকছড়িতে দু’টি ইটভাটায় ভ্রাম্যামান মোবাইল কোর্টের পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল এলাকার থ্রি স্টার ইটভাটায় এবং তুলাবিল একালার সেলিম এন্ড ট্রেডার্স ইটভাটায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও থ্রি স্টার ইটভাটায় ইট প্রস্তুত কাজে সম্পূর্ণ বনের কাঠ ব্যবহার করছিল। যার ফলে ফায়ার সার্ভিসের সহায়তা ইটভাটার চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয় ।
দু’টি ইটভাটা থেকে বিপুল পরিমান জ্বালানি কাঠ জব্দ করে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ফসলি জমির মাটি ব্যবহার করায় সেলিম এন্ড ট্রেডার্স ইটভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৫(৫) ধারায় অপরাধে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সাথে সাথে দু’টি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন বলেন, নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে উপজেলার থ্রি স্টার ও সেলিম এন্ড ট্রেডার্স ইটভাটায় অভিযান চালানো হয়।